রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
প্রধান সংবাদ :
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা -থানচি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার বাহিনীর সাথে গোলাগুলিতে কেএনএফ দুই সদস্য নিহত থানচিতে কেএনএফ সতর্কতায় বিজিবি’র গণসংযোগ বান্দরবান ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফের আরও ৫ জন রিমান্ডে নাজুক পরিস্থিতিতে ভুগছে থানচির পর্যটন কেন্দ্র গুলো বান্দরবান থানচি ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফ সদস্য ও সহযোগী রিমান্ডে  নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক দুর্গম ধুপানিছড়া যৌথ বাহিনী অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৯জন আটক বান্দরবান কেএনএফের আরও ৪ সদস্য কারাগারে নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালন

পেকুয়ার টইটংয়ে নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী নির্বাচিত

নাজিম উদ্দিনঃ
  • প্রকাশিতঃ সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ জন নিউজটি পড়েছেন

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী । নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৯২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জেড এম মোসলেম উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯২২ ভোট।

সোমবার (২০সেপ্টেম্বর) সকাল থেকে ৯টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। এবারে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে মোট ১৮ হাজার ৬শত ১২ ভোটারের মধ্যে ১৩ হাজার ৪৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ নির্বাচন। নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ১০টার দিকে টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার পদপ্রার্থীর অনুসারীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তা প্রশমিত করে। তাছাড়া বেলা ১২টার দিকে ৯নং ওয়ার্ডের সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় মাহমুদুল করিম নামের এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

বেসরকারিভাবে নব নির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, টইটংবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। অতীতে আমি চেষ্টা করেছি তাদের পাশে থাকতে। তারা সে মর্যাদা আমাকে দিয়েছে। মান রেখেছে শেখ হাসিনার নৌকার। সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধির টইটং গড়ে তুলতে চাই। আমি টইটং ইউনিয়নকে মডেল টইটংয়ে রুপান্তরিত করবো।

এদিকে নৌকার এ বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি বলেন, এ নির্বাচনে শেখ হাসিনার নৌকার বিজয় হয়েছে। বিজয় হয়েছে জাহেদুল ইসলামের নৌকার। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল আজ মানুষ ভোগ করতেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকেই বেছে নিয়েছেন টইটংবাসী।

উল্লেখ্য এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, মেম্বার পদে ৪২ জন ও মহিলা মেম্বার পদে লড়ছেন ১২ জন প্রতিদ্বন্দ্বী। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের এম শহিদুল্লাহ আগেই জাহেদুল ইসলামকে সমর্থন করে নৌকার জন্য ভোট চেয়েছেন। এবারের নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে যুবলীগ নেতা আব্দুল জলিল, ২নং থেকে আওয়ামীলীগ নেতা আবুল কালাম, ৩নং থেকে সদ্য আওয়ামীলীগে যোগদানকারী মনজুর আলম, ৪ নং থেকে ওলামালীগ নেতা মৌলানা আব্দুল হক, ৫নং থেকে যুবলীগ নেতা আবু ওমর, ৬নং থেকে আওয়ামীলীগ নেতা ফায়সাল আকবর, ৭নং থেকে আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন, ৮নং থেকে বিএনপি সমর্থিত ইলিয়াছ মুহাম্মদ রোকন ও ৯ নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগ নেতা নুরুল আবছার নির্বাচিত হয়েছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে জাতীয়পার্টির নেত্রী দিলুয়ারা বেগম, ৪, ৫ ও ৬ নং থেকে বিএনপি সমর্থিত রোজিনা আক্তার এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগ সমর্থিত আয়েশা মোনাফ বিজয়ী হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!