Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে রথ টানার মধ্য দিয়ে শেষ হলো প্রবারণা পূর্ণিমা

রেমবো ত্রিপুরা
আপডেট : October 9, 2025
Link Copied!

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে তিন দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা মাহা ওয়াগ্যেই পোয়ে অনুষ্ঠিত হয়েছে।

নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান, সামাজিক আয়োজনে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত উৎসবের প্রধান আকর্ষণ ছিল ফানুস উড়ানো এবং মহারথ টানার অনুষ্ঠান।

উৎসবের শেষ দিনে বৃহস্পতিবার বিকেলে থানচি কলেজ মাঠ প্রাঙ্গনে শুরু হয় রথযাত্রা। রথটি উপজেলা প্রধান সড়ক হয়ে বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে সাংগু নদীর ঘাটে পৌঁছালে সেখানেই বিসর্জনের মাধ্যে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘটে।

এই উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসবটি স্থানীয়ভাবে মাহা ওয়াগ্যোই পোয়ে নামেও পরিচিত। তিন দিনব্যাপী এই উৎসবে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনা, ধর্মীয় উপদেশ শ্রবণ, দান-খয়রাতসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশ নেন। রথযাত্রার সময় রথের প্রদীপ প্রজ্জ্বলন করে জগতের সকল প্রাণীর সুখ-শান্তি কামনা এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এসমং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এ্যাড. উবাথোয়াই মারমা, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার প্রমুখ। উপস্থিত ছিলেন, মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উদযাপন কমিটির সভাপতি খ্যাইমংথুই মারমা।

রাতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই শেষ হয় প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগ্যোই পোয়ে তিন দিনব্যাপী উৎসব।

আরো পড়ুন→বান্দরবানে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা, ছিনতাইকারী আটক