নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাগজিখোলা ও ৫নং ওয়ার্ড হলুদিয়াশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার অভিযোগে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কাগজিখোলা এলাকায় প্রায় ৭ হাজার ঘনফুট উত্তোলিত বালু এবং হলুদিয়াশিয়া এলাকায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও প্রশাসন উত্তোলিত বালু স্থানীয়ভাবে ভ্যাটসহ ১ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয়।
জব্দ করা ড্রেজার মেশিনটি বাইশারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ড্রেজার মেশিন পরিষদের জিম্মায় দেওয়ার বিষয়ে জানতে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম (কোম্পানি)-এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। কাগজিখোলা এলাকায় প্রায় ৭ হাজার ঘনফুট বালু জব্দ করে নিলাম দিয়েছি এবং হলুদিয়াশিয়া এলাকার একটি ড্রেজার মেশিন জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়েছি।”
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে এলাকার পরিবেশ ও পাহাড় রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
আরো পড়ুন→খাগড়াছড়ির গুলিবর্ষণে নিহতদের স্মরণে ঢাকায় প্রদীপ প্রজ্জ্বলন