নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ নাইক্ষ্যংছড়ি কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শাহ আজিজ, সমবায় অফিসার ক্য বু হ্রী মার্মা, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য আবদুর রশিদ প্রমুখ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় স্থানীয় কৃষক ও শিক্ষার্থীদের জন্য ফলমূল ও আধুনিক প্রযুক্তি বিষয়ক বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। মেলায় প্রায় অর্ধশতাধিক দেশীয় ফল ও ফল উৎপাদনের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। আয়োজকরা আশা করছেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা তৈরিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।