পাহাড় কন্ঠ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র বিরুদ্দে স্বজনপ্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও একটি সম্প্রদায়ের পক্ষপাতিত্ব করে মন্ত্রনালয়ের সাম্প্রতিক অর্থ ও খাদ্যশস্য বরাদ্দের অভিযোগ মানববন্ধন করেন বরাদ্দ থেকে বঞ্চিত খাগড়াছড়ি জেলার অন্যান্য জনগোষ্ঠী।
রোববার (৩০ মার্চ) খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংস্থা মারমা জনগোষ্ঠী ত্রিপুরা জনগোষ্ঠীসহ বরাদ্দ হতে বঞ্চিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী উপস্থিত থেকে প্রতিবাদ জানায়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি জনাব কমল বিকাশ ত্রিপুরা, মারমা ঐক্য পরিষদের প্রতিনিধি জনাব রোমেল মারমা, ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি জনাব খনি রঞ্জন ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অচিরে বৈষম্যমূলক এ বরাদ্দ আদেশ বাতিল করা না হলে বৈসাবি উৎসব বর্জনসহ হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করা হবে এবং পদত্যাগের দাবীতে লাগাতার বৃহত্তর কর্মসূচী পালনের ঘোষণা দেওয়া হবে। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পদত্যাগ এর দাবিও রাখেন বক্তারা।
প্রসঙ্গত, “অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র ২৫ মার্চ ২০২৫ তারিখে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যক্তি/প্রতিষ্ঠানের মাঝে অর্থ বরাদ্দের অনিয়ম ২৭ মার্চ ২০২৫ তারিখে খাদ্য-শস্য বণ্টনে বৈষম্য সৃষ্টি ও বিভিন্ন সম্প্রদায়ের সাথে বৈষম্য মূলক আচরনের মাধ্যমে সম্প্রদায়িক সম্প্রীতির অভিযোগে এই মানববন্ধন কর্মসূচি করা হয়„।
আরো পড়ুন→ত্রিপুরা কারবারি এসোসিয়েশন কমিটিতে সভাপতি অনবাহাদুর ত্রিপুরা সাধারণ সম্পাদক বানার্ড ত্রিপুরা