নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাশ্ববর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নে পানির সেচযন্ত্র চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মৃত্য ব্যক্তি কৃষকের নাম মোহাম্মদ ইউনুছ (৪৫)। তিনি একই গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গর্জনিয়ার থোয়াংগেরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার জানিয়েছেন- মাঠে থাকা একটি সেচ ঘরে বিদ্যুতায়িত হয়ে কৃষক মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
মৃতের স্ত্রী রুবি আক্তার এ প্রতিবেদককে জানান তার স্বামী একজন গরীব কৃষক। বর্গা নিয়ে মাত্র ৩ কানি জমিতে ধান চাষ করেন। এ জমিতে প্রতিদিনকার ন্যায় তার স্বামী জমিতে সেচ দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি ছিলেন পরিবারেরএ কমাত্র আয়ক্ষমব্যক্তি।
আরো পড়ুন→কুহালং যুবসমাজ কৃতক আয়জিত সম্প্রতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা আরম্ভ