খাগড়াছড়ি প্রতিনিধিঃ তিন পার্বত্য জেলার ২৮৫টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরবার স্মারকলিপি প্রদান করেছে বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে তিন পার্বত্য জেলার বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা এ মানববন্ধন করে। এতে আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, বে-সরকারি শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা, জুলিকা ত্রিপুরা, পারুল চাকমা, নূর আমীন।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিন পার্বত্য জেলার ২৮৫টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণে জোড় দাবি জানায়। সেই সাথে সুশীল সমাজের নেতৃবৃন্দরা তাদের এ দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন। এসব বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১৪২৫ জন শিক্ষক দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষকতা করছেন। এছাড়াও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ সরকারিভাবে যেসব নিয়মকানুন রয়েছে তারা সব সত্য পূরণ করেও তাদের জাতীয়করণ করেনি বিগত সরকার। তারা বর্তমান অর্ন্তবর্তী সরকারের কাছে বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণে জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
আরো পড়ুন→বান্দরবানের দুর্গম পাহাড় থেকে অপহরণের ১৭ ঘন্টা পর অপহৃত সাত শ্রমিক উদ্ধার