1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ-এর জীবন-যুদ্ধে'র গল্প - paharkantho
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন থানচিতে বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা দেশের আলোচিত পর্ণ তারকা দম্পতি বান্দরবানে আটক নাইক্ষ্যংছড়িতে শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক আটক বান্দরবানে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া ম্রো
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ-এর জীবন-যুদ্ধে’র গল্প

সুফল চাকমা
  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ আমরা সকলেই জানি ক্যান্সার মানেই এক কঠিন যুদ্ধ। আর এ যুদ্ধে চালাতে হয় অনেক কষ্টতে। রোগীরা চাই দৃঢ় মনোবল ও আপনজনের পরামর্শ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা। এই রোগের বর্ণনা দিতে পারেন তিনিই, যার ভিতর ক্যান্সার নামক ঘাতকের বসবাস। তিনি বুঝতে পারবেন এ রোগের কষ্ট আর যন্ত্রণা কি,,! এছাড়াও কেমোথেরাপি ও রেডিও আয়োডিন দেওয়ার সময় কঠিন কষ্ট আর যন্ত্রণা ভোগ করতে হয়। এসময় রোগীদের মাথার চুল সহ পুরো শরীরের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তখন পৃথিবীর শ্রেষ্ঠ কষ্ট আর যন্ত্রণা গুলো মেনে নিতে হয় রোগীদের, যা একজন সুস্থ মানুষকে কখনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না।

জানা যায়, সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ-এর ১২ জুন’২২ইং হতে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তার জীবন-যুদ্ধের গল্প শুরু হয়। তিনি পেশায় একজন গণমাধ্যম কর্মী। তিনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি একজন অভিজ্ঞ ক্রীড়া ব্যক্তি। তিনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পিতা একজন আদর্শবান (শিক্ষক) মানুষ গড়ার কারিগর। বর্তমানে তিনিও (বাবা) খুবই অসুস্থ। ইসমাইল হোসেন সোহাগ-এর সংসারে আড়াই বছরের একটি ফুটফুটে বাচ্চা রয়েছে। তিনি কখনো কল্পনাও করেননি এ ধরনের রোগ তার ভিতর বসবাস করছে। বিশেষজ্ঞ ডাক্তারদের ধারণা অনুযায়ী তার ভিতর অনেক আগে থেকেই ক্যান্সার ছড়িয়েছে। তবে তার কোন ধরনের ব্যাথা বা যন্ত্রণা না থাকায় তিনি তেমন অনুভব করতে পারেননি। মাঝে মধ্যে খাওয়ার সময় ব্যথা অনুভব করতো।

প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও একটি বেসরকারী হাসপাতালে দেখানো হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী একাধিক পরীক্ষা করার পর তৃতীয় স্টেজ-এ ক্যান্সার ধরা পড়ে। এসময় তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে দ্রুত সময়ে সকলের আন্তরিক সহযোগিতায় পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে একটি হাসপাতালে তার অপারেশন করা হয়। এরপর থেকে শুরু হয় তার মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ । ইন্ডিয়ার চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তবে কত দিনে সুস্থ হবে বা সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু, তা বলেননি। চিকিৎসা চলমান রাখতেও বলেন ইন্ডিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

সাধারণ মানুষের মতে, ইসমাইল হোসেন সোহাগ ব্যাক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদা হাস্যোজ্বল ও সাদা মনের মানুষ। তার মাঝে কোন প্রকার অহংকার নেই। নিরঅহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে একজন প্রিয় ব্যাক্তি। তার অসুস্থতার খবর পেয়ে বিভিন্ন জেলা-উপজেলা থেকে মানুষ তাকে দেখতে ভিড় জমায়। তার জন্য সকল ধর্মের মানুষ আন্তরিক ভাবে দোয়া/আশীর্বাদ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এবং এখনো করে যাচ্ছেন। ইসমাইল হোসেন সোহাগ তার জীবনে একটা মিনিটও কাজ ছাড়া বসে থাকেননি। সবসময় আন্তরিকতা দেখাতো, মিষ্টি হাসি দিয়ে সবার সাথে কথা বলতো। সবসময় মানুষের উপকার করার আগ্রহ ছিলো। আর এখন বসে থাকার সময় গুলো পার করছে অনেক কষ্ট আর যন্ত্রণার মধ্য দিয়ে। তার অজান্তে জীবনটা যে এত দ্রুত বদলে যাবে তিনি কখনো কল্পনাও করতে পারেননি । আগে নিয়মিতই ভোরের দিকে কত সুন্দর দিন শুরু করতেন। নানা কাজে ব্যস্ত সময় পার করতেন দিন, যখন সুস্থ ছিলেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ইসমাইল হোসেন সোহাগ জানান, আমার জীবন বদলে গেছে। আর এত অল্প সময়ে বদলে যাবে কখনো কল্পনা করতে পারি নাই। ক্যান্সার ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত অনেকবার কেমোথেরাপি ও রেডিও আয়োডিন নিতে হয়েছে। সেগুলো নেওয়া খুব কষ্ট আর যন্ত্রণা সহ্য করার মতো না। কিন্তু এটা যে এত কষ্ট হয় তা কখনো জানতাম না। কিন্তু সেই কষ্ট যে এতটা তীব্র, তা আগে জানা ছিলো না। শরীরের বাহ্যিক কিছু পরিবর্তনও এসেছে। প্রথমবার কেমোথেরাপি নেওয়ার সপ্তাহ দুই পর হঠাৎ চুলের গোড়ায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম, আলতো করে হাত দিলাম মাথায়। এক মুঠো পরিমাণ চুল হাতে চলে এল। এরপর চুল কামিয়ে ফেলার সিদ্ধান্ত নিলাম। নখগুলো কালো হয়ে গিয়েছিল। তবে বাহ্যিক সৌন্দর্য নিয়ে চিন্তিত হয়ে পড়িনি, কারণ জীবনের মূল্য তো অনেক বেশি। প্রথম থেকেই খাবার খেতে না পারা, মুখে সংক্রমণ, গলায় সংক্রমণ, বমি, দুর্বলতা সহ নানান রকমের কষ্ট। তবে শেষ দু’বার রেডিও আয়োডিন নেওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে পড়ি। প্রচণ্ড ব্যথা হয়, উচ্চমাত্রার ব্যথানাশক প্রয়োজন হয়। হাঁটতে খুব কষ্ট হয়, মাথা ঘুরিয়ে পড়ে যায়। এখন কোথাও যদি যেতে হলে গাড়ি ছাড়া যাওয়া সম্ভব নয়। আগের সেই ব্যস্ততা, সেই কর্ম পরিসরের কিছুই নেই।এখন বাস্তবতা কে মেনে নিয়ে ক্যান্সারকে বন্ধু বানিয়ে বশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, বর্তমানে শীতের এই বিশাল রাত গুলো কাটাতে অনেক কষ্ট আর যন্ত্রণা হয়। প্রচন্ড ব্যাথা ও জ্বালাপোড়া করে, ঘুমাতে কষ্ট হয়। ব্যাথায় অনেক সময় গড়িয়ে কেঁদেছি কত রাত। এক সময় খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি জানি, জীবন কত মূল্যবান। এমন কষ্টের ভেতর দিয়ে যাচ্ছি বলেই জীবনের মূল্য আরও বেশি করে বুঝতে পারছি। সবার সঙ্গে নির্দ্বিধায় ভাগ করে নিতে পারছি আমার যন্ত্রণার অভিজ্ঞতা। বর্তমানে অনেক কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি, পার করতেছি কঠিন সময়। এত ব্যয়বহুল চিকিৎসা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব না।

কিছু জায়গা ছিলো সেগুলোও বিক্রি করে কোন রকম চিকিৎসা চালিয়ে গিয়েছিলাম। অনেক টাকা মানুষের কাছে ঋনী হয়ে গিয়েছি। এখন অর্থের অভাবে চিকিৎসা স্বাভাবিক রাখতে পারছি না। বর্তমানে গলা সহ পুরো শরীর প্রচন্ড ব্যাথা হয়ে গেছে। এদিকে আমি অসুস্থ হওয়ার পরথেকে পরিবারের সবকিছু থেমেও গেছে।

সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইসমাইল হোসেন সোহাগ বলেন, পৃথিবীতে ভালোবাসা অমূল্য। মানুষের এতই যে, ভালোবাসা কখনো ভুলবার নয়। আমাকে সবাই যে এত ভালোবাসে তা বুঝতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। যাতে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং আপনাদের সকলের দোয়া’র উচিলায় আবার নতুন ভাবে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আপনাদের মাঝে ফিরে আসতে পারি। মহান আল্লাহ্ পাকের অশেষ কৃপায় এবং সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসায় এখনো বেঁচে আছি। হাজারো কষ্ট আর যন্ত্রণার পরেও কিঞ্চিৎ পরিমাণ বিরক্ত না হয়ে সকলের মাঝে বুকে সাহস নিয়ে মিথ্যার হাসির আড়ালে আমি এক জীবন-যুদ্ধ।

প্রয়োজনে যারা ক্যান্সার আক্রান্ত সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ-এর সাথে যোগাযোগ করতে চান- ০১৮৩২-৩৬৮৬৫৬

আরো পড়ুন>>>পাহাড়ে নেমেছে তীব্র শীত, শীতবস্ত্র দোকানগুলোতে বেড়েছে ভিড়

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a