ডেস্ক নিউজঃ আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে ছাত্র-জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, উক্ত সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদ্য নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও সদস্যদের নিয়োগ ২৪ ঘণ্টার ভিতর বাতিলের দাবি তুলে ছাত্রজনতা।
লিখিত বক্তব্যের মাধ্যমে খাগড়াছড়ির ছাত্রজনতার প্রতিনিধি হিসেবে গুই মারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা লিখিত বক্তব্যে বলেন নব নিযুক্ত চেয়ারম্যান জিরুনা এিপুরা আওয়ামী লীগের দোসর। তাকে সহ পুরো পরিষদ আগামী ২৪ ঘন্টার মধ্যে বাতিল করার জোর দাবি জানায় ছাত্রজনতা,পরিষদবর্গকে বাতিল করা না হলে খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও, হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রজনতার এই প্রতিনিধি।
তারা আরো বলেন, জিরুনা ত্রিপুরার স্বামী ইলিয়ন ত্রিপুরা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন,জিরুনা ত্রিপুরারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে খাগড়াছড়ি জেলা পরিষদকে আওয়ামী পন্থী বানানো হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বিদুষী চাকমা, মো. ইব্রাহিম খলিল, সুমিত্রা চাকমা, সূর্য কারবারী ত্রিপুরা সহ আরো অনেকেই।
তারা লিখিত বক্তব্য আরো উল্লেখ করেন,ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আ.লীগের দোসরকে চেয়ারম্যান নির্বাচিত করে জেলা পরিষদ আওয়ামী প্রন্থী বানানোর চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে খাগড়াছড়ি ছাত্র জনতার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
(আরো পড়ুন)