খাগড়াছড়ি প্রতিনিধিঃ আজ শনিবার ২ নভেম্বার, ২০২৪ খাগড়াছড়ি প্রেস ক্লাবে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোছাঃ জোবেদা আক্তার সভাপতিত্বে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম মল্লিক। তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সরকারের নিকট আমাদের কিছু দাবী আছে যদি তা পূরণ না হলে আগামী ১ জানুয়ারী থেকে সকল প্রকারে পোল্ট্রি মুরগীর বাচ্চা খামারীরা ক্রয় করবে না এবং মুরগি ও ডিম উতপাদন বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোছাঃ জোবেদা আক্তার বলেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যথায় আমরা আমাদের দাবী আদায় করতে পারব না।
এই সময় বিভিন্ন উপজেলা থেকে আগত পোল্ট্রি খামারিরা তাদের সমসাময়িক বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান ভূইয়া প্রমূখ।
আলোচনা শেষে আবুল কালাম আজাদ কে সভাপতি, সবুজ হোসেন বেলাল কে সাধারণ সম্পাদক এবং রফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেল শাখা কমিটি গঠন করা হয়।
(আরো পড়ুন)