নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়া হয়েছে আজ।
সোমবার (২৮ অক্টোবর) সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি,সিনিয়র সহ-সভাপতি নাসিরুল ইসলাম , একে এম জাহাঙ্গীর, মুসা ফারুকী, মিনারুল হক, এন এ জাকির সহ নব নির্বাচিত সদস্যগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রেস ক্লাব সকল সাংবাদিকদের একটি অভিভাবক সংগঠন। যে সংগঠন সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পথ চলতে সাহায্য করে। তাই নতুন সদস্যদের সামনে আরো ভালো ভাবে কাজ করার জন্য আহ্বান জানান। পরবর্তীতে প্রেস ক্লাবের সকল সিনিয়র সদস্যগন নতুন সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরন করে নেন।
(আরো পড়ুন)
নাইক্ষ্যংছড়িতে নতুন ইউএনও’র দায়িত্ব বুঝে পেলেন মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী।https://paharkantho.com/news/23627