বিত্তবানরা সম্পদের যথাযথভাবে যাকাত প্রদান করলে সমাজে দারিদ্র বিমোচন করা সম্ভব।চকরিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শনিবার যাকাত বিতরণ অনুষ্ঠানে,উপজেলা প্রশাসক জেপি দেওয়ান এই কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার সার্বিক সহযোগিতায় সরকারী যাকাত ফান্ডের ৮১৭০০ একাশি হাজার সাতশত টাকা ২৪ জন যাকাত গ্রহিতার মাঝে ০২টি সেলাই মেশিনসহ বিতরণ করা হয় ।
ইসলামে যাকাতের ভূমিকা সম্পর্কে কুরআন হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং যাকাতকে সমাজের দারিদ্র বিমোচনের একমাত্র হাতিয়ার হিসেবে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, যাকাতের অর্থে শাড়ী বা লুঙ্গি নয়। যাকাতের অর্থ এমন ভাবে দিন, যেন পরের বছর তাকে আর যাকাত নিতে না হয়। সে যেন স্বাবলম্বী হয়ে উঠে। সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা লোকদেরকে স্বাবলম্বী করার মানসে সকলকে আগামীতে যাকাত প্রদানের আহবান জানান।