Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

হৃদয়ে প্রস্ফুটিত লাল গোলাপে

Link Copied!

কালের আবর্তে ভালবাসার উজানেও
ভাটির সুর শোনা যায় বারবার,
তবুও হৃদয়ের অনিদ্রায়
প্রস্ফুটিত হয় গোলাপ, হাসনাহেনা।

চির নিদ্রিত মন ও
মাঝে মাঝে জেগে ওঠে
কোকিল ডাকা ভোরে
ভালবাসার লাল নীল বেনারসী পড়ে ।

নিদ্রিত মন চিন্তিত যখন হরেকরকম
গাঁদা ফুলের মালা পড়ে,
তখনও মন ভালবাসার রঙ্গমঞ্চে
নেচে গেয়ে উঠে দূর্বার গতিতে।

ভালবাসার আচ্ছাদিত
হিমশীতল আবরন
খুঁজে ফেরে প্রিয় মানুষটিকে,
তখন কাঁদো কাঁদো মনে
নিঃসঙ্গ দ্বীপে নতুন রুপে
গজিয়ে উঠে ভালবাসার চারাগাছ ।

ভালবাসা তবুও চিরঅম্লান
চিরনিদ্রিত মরুপ্রান্তরে,
ভালবাসা চিরঞ্জীব অঘোষিত রাজ্যের
রাজদরবারে প্রস্ফুটিত লাল গোলাপে ।