Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

ফেসবুক কর্তৃপক্ষ পাঁচ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে

পাহাড় কন্ঠ ডেস্ক
আপডেট : November 27, 2019
Link Copied!

চলতি বছর ভুয়া সন্দেহে পাঁচ বিলিয়ন অ্যাকাউন্ট বন্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

১৩ নভেম্বর ফেসবুকের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ভুল তথ্য ছড়ানো ও বিভ্রান্তি মোকাবিলার অংশ হিসেবে এই কাজ করা হয়েছে। তাদের দাবি, সম্প্রতি ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ‘আশঙ্কাজনকভাবে’ বৃদ্ধি পাওয়ায় তারা এ ব্যবস্থা নিয়েছে। ফেসবুক জানায়, সরকারের পক্ষ থেকেও তাদের কাছে তথ্য চাওয়ার হার বেড়েছে। এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৬১৭ বার বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চেয়ে অনুরোধ করেছে বিভিন্ন দেশের সরকার। এর মধ্যে সবচেয়ে বেশি অনুরোধ এসেছে আমেরিকার কাছ থেকে।

গত বছর ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। কেমব্রিজ অ্যানলাইটিকা নামের একটি প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের কাছ থেকে তথ্য যাওয়া নিয়ে তদন্তও হয়। এ নিয়ে মার্ক জাকারবার্গকে এমনকি মার্কিন কংগ্রেসে তদন্তকারীদের মুখোমুখিও হতে হয়। অভিযোগ ওঠে, ডানপন্থী পত্রিকা ব্রেইটবার্টের প্রধান ও পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রধান পরিকল্পনাবিদ স্টিভ ব্যানন কেমব্রিজ অ্যানালাইটিকার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে ২০১৬ সালের নির্বাচন প্রভাবিত করেন বলে তথ্য ফাঁস করেন ওই প্রতিষ্ঠানের এক কর্মী। এর পর থেকেই ভুয়া অ্যাকাউন্ট এবং ভুয়া তথ্য নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়ে আসছে ফেসবুক।