Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

দোহাজারী-চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন চালু হচ্ছে

ইসমাইলু করিমঃ
আপডেট : August 18, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে ট্রেন চলাচল দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১১ আগস্ট বুধবার থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরুর পর বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এর মধ্যে রয়েছে চট্টগ্রামের লোকাল দুই রুট চট্টগ্রাম-দোহাজারী ও চট্টগ্রাম-নাজিরহাট রুটও।গতকাল মঙ্গলবার(১৭ইআগস্ট)রেলওয়ের ট্রান্সপোর্টেশন শাখার উপ পরিচালক(অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে জানানো হয়েছে,লকডাউন শিথিল হওয়ার পর গত ১১ আগস্ট বুধবার থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেন চালু হয়েছে।তাই আগামী ১৯ আগষ্ট বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।সেই সঙ্গে যুক্ত হবে ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন।

১১ আগস্ট বুধবার থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন দিয়ে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হয়। সেসময় রেলওয়ে সূত্র জানায়,প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করতে হবে।

চলাচল করা ট্রেনের তালিকায় রয়েছে,আন্ত:নগর ট্রেনেগুলোর মধ্যে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস। মেইল,কমিউটার ও লোকাল ট্রেনের মধ্যে আছে, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটের নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-পটিয়া-চট্টগ্রাম-দোহাজারি রুটের দোহাজারী কমিউটার, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটের লোকাল ট্রেন।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান,নাজিরহাট রুটে কমিউটার ও লোকাল দুটাই চলবে। আবার দোহাজারী রুটে কোন কমিউটার নেই শুধু লোকাল ট্রেন চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।