নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে ১১৫ জোড়া এক্রুসফ্ট জুতা এবং একটি ইজিবাইকসহ (টমটম) ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ তুমব্রু বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৩ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘টিভি টাওয়ার’ নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করে।
আটককৃতরা হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার উখিয়ার ঘাট এলাকার মৃত মাহবুব আলী এর ছেলে মো. জসিম উদ্দিন (৩০) ও অপরজন হলেন ঘুমধুম কুলালপাড়া এলাকার মো. সুলতান এর ছেলে মোঃ খায়রুল আমিন।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মালামালসহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে মালিক-কে জরিমানা


