Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমা জোন কমান্ডারের সঙ্গে রুমা বার্তার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

চনুমং মারমা
আপডেট : November 26, 2025
Link Copied!

রুমা প্রতিনিধিঃ আজ দুপুর ১২:৩০ মিনিটে ৩৬ বীর রুমা জোন কমান্ডার মহোদয়ের সঙ্গে রুমা উপজেলা থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল রুমা বার্তা পরিবারের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময়,“ রুমা বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাইন্দিয়া ভান্তে-এর নেতৃত্বে রুমা বার্তা দলের সদস্যরা জোন সদর দপ্তরে উপস্থিত হয়ে কমান্ডার মহোদয়কে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাতে রুমা উপজেলার সামগ্রিক উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীন ভূমিকা,পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ন মতবিনিময় করা হয়। জোন কমান্ডার মহোদয় রুমা বার্তার দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে রুমা অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে নাইন্দিয়া ভান্তে বলেন— “রুমা অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে রুমা বার্তা সবসময় দায়বদ্ধভাবে কাজ করবে। সেনাবাহিনীর সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করবে।”

এ সময় রুমা বার্তা দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং জোন কমান্ডারের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা করেন। ভবিষ্যতে রুমা অঞ্চলে জনবান্ধব কার্যক্রম ও উন্নয়নধর্মী সংবাদ প্রচারে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন→প্রত্যাবর্তনকারি বম পরিবারের মাঝে বান্দরবান জোনের মানবিক সহায়তা