বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে “পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতার সংস্কৃতি” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, সঞ্চালনা করেন দীপায়ন খীসা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ১৯৭৬ থেকে ১৯৯৭ সালের মধ্যে পার্বত্য চট্টগ্রামে অন্তত ১৬টি গণহত্যা সংঘটিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে ত্রিপুরায় আশ্রয় নিতে বাধ্য হয়। গত ২৭ বছরে ৯,১৬২ জন মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা ৫১৩টি এবং ভূমি দখলের পরিমাণ প্রায় ৬ হাজার একর।

তিনি বলেন, “বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন, ভূমি কমিশনের পুনর্গঠন ও স্বাধীন মানবাধিকার তদন্ত কমিশন গঠন জরুরি।”
সভায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান,এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন হক ও কবি-সাংবাদিক সোহরাব হাসান বক্তব্য দেন।
বক্তারা বলেন, চুক্তি বাস্তবায়নে রাষ্ট্রের সদিচ্ছা নেই, সামরিকীকরণে পাহাড়ের মানুষ ভয় ও অবিশ্বাসে বাস করছে, এবং কল্পনা চাকমাসহ নিখোঁজদের সন্ধান দিতে হবে।

সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন, “চুক্তির বাস্তবায়ন ও পাহাড়ের মানবাধিকার রক্ষায় দেশের প্রগতিশীল মানুষদের আরও সক্রিয় হতে হবে।”
বিস্তারিত→রুমায় চক্ষু অপারেশনের জন্য বাছাইকৃত রোগীরা প্রাথমিক ভাবে প্রস্তুত, নেয়া হবে চট্টগ্রাম