Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে অভিযান চালিয়ে ট্রাকসহ অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : November 12, 2025
Link Copied!

বুধবার (১২ নভেম্বর) বিকেলে জেলা সদরের টংকাবতী-সুয়ালক সংযোগ সড়কের ‌মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ কাঠভর্তি ট্রাক জব্দ করে বন বিভাগ বান্দরবান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মুনতাসির রহমানের নেতৃত্বে জেলা সদরের টংকাবতী-সুয়ালক সংযোগ সড়কের মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করে বন বিভাগ।

আরো জানাযায় অবৈধ জ্বালানি কাঠবোঝাই একটি ফরওয়েল ট্রাক সুয়ালক অভিমুখে আসার খবর পেয়ে মিঠাখালী এলাকায় ভ্রাম্যমাণ তল্লাশি চৌকি বসিয়ে ট্রাক’সহ অবৈধ ২৮০ ঘনফুট জ্বালানীকাঠ জব্দ করে রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার’সহ বন বিভাগের বিশেষ টহল দল। পরে জব্দকৃত কাঠ ও ট্রাকটি টংকাবতী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেয়া হয়েছে।

এবিষয়ে টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার জানান, টংকাবতী-সুয়ালক সড়কের মিঠাখালী এলাকায় অভিযান চলিয়ে ট্রাকভর্তি অবৈধ জ্বালানীকাঠ জব্দ করা হয়েছে। আটককৃত কাঠের মালিকের বিরুদ্ধে নির্ধারিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এঘটনায় কাওকে আটক করা সম্ভব হয়নি এবং অবৈধভাবে কাঠ পাচার রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।