রুমা প্রতিনিধিঃ ,বান্দরবানের রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের পলিতং পাড়া বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে এই মহাধর্মীয় উৎসব উদযাপিত হয়।
দায়ক-দায়িকার আয়োজনে বিকেল ২টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সূত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান অনুষ্ঠিত হয়।
চীবর, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ চাইন্দাসারা (রুমা দেব বৌদ্ধ বিহার)। অনুষ্ঠানে রুমা উপজেলার বিভিন্ন পাড়া ও সার্বজনীন বিহারের ভিক্ষুসংঘরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিহারের দায়ক-দায়িকা, ছোটনসহ বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
বৌদ্ধ শাস্ত্রমতে, এই কঠিন চীবর দান সর্বোচ্চ পূণ্যদায়ী দান হিসেবে বিবেচিত হয়। এটি কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য সঞ্চয়ের মাধ্যমে সুখ ও শান্তি বয়ে আনে। ভক্তরা একত্রিত হয়ে চীবর তৈরি ও দান কর্মে অংশগ্রহণ করেন, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান।