Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমা প্রেস ক্লাবের পুনর্গঠিত কমিটিতে সভাপতি শৈহ্লাচিং, সাধারণ সম্পাদক চনুমং মারমা

রুমা প্রতিনিধি
আপডেট : August 30, 2025
Link Copied!

বান্দরবানের রুমা উপজেলায় “রুমা প্রেস ক্লাব” এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রুমা উপজেলার মুনলাই পাড়ার “কিছুক্ষণ রেস্টুরেন্টে” আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন শৈহ্লাচিং মারমা, যিনি দৈনিক পূর্বকোণ ও দৈনিক কালবেলা’র রুমা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজ ও তিন পার্বত্য জেলা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল পাহাড় কণ্ঠ-এর রুমা প্রতিনিধি চনুমং মারমা।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ এবং দৈনিক সাঙ্গু পত্রিকার রুমা প্রতিনিধি মংহাইথুই মারমা।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, উবাসিং মারমা (দৈনিক অবজারভার ও দৈনিক সারাবেলা), আব্দুল হাকিম (দৈনিক কালের কণ্ঠ) অংবাচিং মারমা (দৈনিক ইত্তেফাক), মথি ত্রিপুরা (সিএইচটি বার্তা ডটকম ও দৈনিক নববাণী)

শৈলুমং মারমা (দৈনিক নববাণী), অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুপম মারমা – সভাপতি, থানচি প্রেস ক্লাব, মংসানু মারমা–সভাপতি, বান্দরবান রিপোর্টার ইউনিটি, ক্যামুইঅং মারমা – বান্দরবান জেলা প্রতিনিধি, দীপ্ত টিভি ও দৈনিক যায়যায়দিন, সাথোয়াইঅং মারমা – সাধারণ সম্পাদক, রোয়াংছড়ি প্রেস ক্লাব, হ্লাথোয়াইহ্রী মারমা – কোষাধ্যক্ষ, রোয়াংছড়ি প্রেস ক্লাব

সবার উপস্থিতিতে একটি সফল ও শান্তিপূর্ণ পরিবেশে রুমা প্রেস ক্লাবের এই পুনর্গঠন সম্পন্ন হয়।

বিস্তারিত পড়ুন→এনজিও গুলোর প্রতিটি প্রকল্প টেকসই করতে হবে: জেলা প্রশাসক বান্দরবান