Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

চট্টগ্রামে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
আপডেট : August 5, 2018
Link Copied!

রোববার বিকেলে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঙ্গে তার সম্মেলন কক্ষে বৈঠক -সমকাল

দাবি বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রামে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার বিকেলে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঙ্গে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেন তারা। বৈঠকে জেলা প্রশাসক তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে এমন ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে বলে জেলা প্রশাসককে আশ্বস্ত করেন। আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

তিনি সমকালকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে তাদের উত্থাপিত ৯ দফা দাবির সঙ্গে শিক্ষার্থীরা চট্টগ্রামের জন্য কিছু দাবি উপস্থাপন করেন। এসব দাবিগুলো চট্টগ্রাম সিটি করপোরেশন, নগর ট্রাফিক পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করে পূরণের আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেয়। সোমবার থেকে তারা পুনরায় ক্লাসে ফিরে যাবে।’

গত রোববার ঢাকায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।