বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) বাংলদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আয়জিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী’র উপস্থিতিতে বান্দরবান জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
ঘোষিত কমিটিতে আলহাজ মাওলানা ফরিদুল আলমকে আহ্বায়ক এবং মোহাম্মদ উমর ফারুককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মোঃ ইদ্রিসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— আব্দুল হামিদ, মোঃ রুহুল কাদের, আবদুল্লাহ আল নোমান, মোঃ কামাল উদ্দিন, মাওলানা জসিম সিদ্দিকী, মাওলানা জাকারিয়া, মোহাম্মদ আমিন, শরীফ হোসেন, সিরাজুল মোস্তফা, আবু সাকের ও জাফর আলম।

সদস্য হিসেবে রয়েছেন— দিল মোহাম্মদ, মোঃ কেয়ামত আলী, মোঃ ইলিয়াছ, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুর রহিম, মুস্তাফিজুর রহমান, নুরহান মিয়া, নাজির আহমদ, মোঃ জুয়েল, মোঃ আরাফাত, মোঃ মামুন মিয়া, মোঃ জসিম উদ্দিন, মোজাম্মেল হক, শফিকুল ইসলাম ও মোঃ নুরুল আবছার প্রমুখ।
বান্দরবান জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কাঠামো আরও সুসংগঠিত করার উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, “এই কমিটি ঘোষণার মাধ্যমে আলীকদমে ধানের শীষের প্রচার-প্রসার আরও বেগবান হবে। পাশাপাশি আলেম-ওলামাদের নানান সমস্যার সমাধানে কমিটি কার্যকর ভূমিকা রাখবে।”
আরো পড়ুন→ওলামা দল বিএনপির গুরুত্বপূর্ণ অংশ: সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী


