থানচি প্রতিনিধিঃ চলতি মৌসুমে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে ব্যাপক ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বান্দরবানের পাহাড় গুলো। ইতিমধ্য পুরো জেলায় প্রশাসন কৃতক মাইকিং ও বিভিন্ন সতর্কবার্তার মাধ্যমে পাহাড়ের ধারে বসবাস করা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এরই মধ্যে আজ সোমবার (২জুন) বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নে পাহাড় ধ্বসে এক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার বেলা অনুমানিক ১১.৩০ ঘটিকায় নেটওয়ার্ক বিহীন তিন্দু ইউনিয়নের তিন্দু বাজার এলাকায় পাহাড় ধ্বসে এক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, টানা বৃষ্টিতে তিন্দু বাজার এলাকার রান্না ঘরের উপরে পাহাড় ধ্বসে চাপা পড়ে ব্যাপকভাবে আহত হোন এক ব্যক্তি। চশৈনু মারমা (৩৮) নামের ওই ব্যক্তি বাড়ির রান্নাঘরে অবস্থান করছিলেন এসময় রান্নাঘর ঘেষা পাহাড় ধ্বসে আছড়ে পরে রান্নাঘরের উপর ঘটনায় গুরুতরভাবে আহত হোন তিনি। বর্তমানে আহত চশৈনু মারমা থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই নিয়ে তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান, তিন্দু বাজারে পাহাড় ধসে রান্না ঘরের উপরে মাটি চাপা পড়ে চশৈনু মারমা (৩৮), পিতা রেদাকশে মারমা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে এখন থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরো পড়ুন→এনাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র ধারাবাহিক অভিযানে ৩৭ বার্মিজ গরু জব্দ