ডেস্ক নিউজঃ (২২ নভেম্বর) শুক্রবার ভোরে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর বয়সীএকজনের প্রাণ হানি হয় বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. মশিউর রহমান।
সকালে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেসে, ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় পৌঁছালে এক ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের চালক লোকটিকে উদ্যেশ্য করে হুইসেল বাজালে কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই লোকটি সরে যাননি এক পর্যায়ে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান সেই ব্যক্তি।
রেলওয়ে পুলিশের একটি দল স্থানীয়দের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বলে জানা যায়।
ওসি আরো জানান, নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের ধারণা মতে,লোকটি লবণ মাঠের শ্রমিক হতে পারে।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।