লিখিত প্রতিবাদে জানান,রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের বর্বরোচিত হামলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের(ম্যাটস)অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুর রাকিব খানের এর মৃত্যুতে বান্দরবান জেলা আইনজীবী সমিতি তথা দেশের বিজ্ঞ আইনজীবীগণ গভীরভাবে সংক্ষুব্ধ এবং শোকাহত।একই সাথে জেলা আইনজীবী সমিতি উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য যে,গত ১৫ জুন ২০২০ ইং তারিখ রাত ৯টার দিকে চিকিৎসায় অবহেলার’ অভিযোগ এনে রোগীর স্বজন কর্তৃক। ডাঃ মোঃ আব্দুর রাকিব খানের উপর বর্বরোচিত হামলা করা হয়। এসময় তিনি কয়েকবার বমি করেন এবং অবস্থা গুরুতর হতে থাকলে রাত ২টার দিকে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সকালে সিটি স্ক্যানিং করে দেখা যায় তার মাথায় আঘাতের ফলে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থার অবনতি হলে দুপুরের দিকে তাকে শেখ আবু নাসের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৬ই,২০২০ ইং তারিখে মৃত্যুবরণ করেন।
এভাবে সন্ত্রাসী হামলা করে একজন চিকিৎসক/পেশাজীবীর প্রাণনাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডা,মোঃ আব্দুর রাকিব খানের হত্যার প্রতিবাদ বান্দরবান জেলা আইনজীবী সমিতির,তীব্র নিন্দা জানাচ্ছি এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।