কক্সবাজার পৌরসভার ১ ও ১২ নম্বর ওয়ার্ড ইয়েলো এবং বাকী ১০টি ওয়ার্ড রেড জোন রেড জোন ঘোষণা করা হয়েছে। কক্সবাজার পৌরসভার কাউন্সিলর কে প্রধান করে সকল ওর্য়াডে একটি করে কমিটি করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ জুন) সকালে কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপত্বিতে জুম কনফারেন্স এর মাধ্যমে এই সিধান্ত নেওয়া হয়।
সভায় সিধান্ত নেওয়া হয়, পৌরসভার যে সকল এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে সেই সব এলাকায় বাহির থেকে লোক প্রবেশ করতে পারবে না এবং ভিতর থেকে বাহিরে প্রবেশ করতে পারবে না। এই সব এলাকা সম্পূর্ণ অবরুদ্ধ থাকবে প্রয়োজনে প্রশাষনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
ইয়োল জনে সব কিছু সীমিত আকারে চলবে এবং তাদের গতিবিধিতে লক্ষ্য রাখা হবে। জেলার ৮ টি উপজেলার ইউনিয়ন ভিক্তিক এবং ৪টি পৌরসভার ওয়ার্ড ভিত্তিক বিভাজন করা হবে। যে সব এলাকায় বেশি সংক্রমণ হয়েছে তাদেরকে রেড জোন এবং যে গলোতে কম বা মাঝারি সংক্রমণ হয়েছে তাদের ইয়োল বা হলুদ জন ঘোষণা করা হয়েছে। যে সব এলাকায় এখনো সংক্রমণ হয়নি সে সব এলাকাকে সবুজ জোন ঘোষণা করা হয়। সবুজ জোন এলাকায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক ভাবে জীবন জাপন করা যাবে।