নিজস্ব প্রতিবেদক:২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন), রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের,অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর নির্দেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হারানো জিডির কপির সুত্র ধরে,এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবারটিম ৩২ টি মোবাইল ফোন, বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ১,৬৫,০৬০/- টাকা এবং একটি ফেইসবুক একাউন্ট উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর)২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন
(২ এপিবিএন), রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান উদ্ধার করা, বিভিন্ন ব্র্রান্ডের ৩২টি মোবাইল ফোন, বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ১,৬৫,০৬০/- টাকা, মালিকদের নিকট হস্তান্তর করেন,অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ শওকত আলী, ক্রাইম অ্যান্ড অপস্ শাখার ইনচার্জ এসআই (নিঃ) মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই (নিঃ) মোঃ আশরাফুল আলম এবং ইন্টেঃ উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই (সঃ) মোঃ রবিউল করিম সিকদার।