নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রিজাইডিং ,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলা অফিসার নির্বাহী অফিসার মোহাম্মাদ জাকারিয়া এর সভাপতিত্বে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও,ঢাকার আয়োজনেবান্দরবান জেলা নির্বাচন ও নাইক্ষ্যংছড়ি নির্বাচন অফিসারের বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূঁইয়া বলেন, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫ শত ৩৭ জন। মোট ভোট কেন্দ্র ২৬ টি । প্রিজাইডিং অফিসার ২৬ জন, সহকারী প্রিজাইডিং ৯৫ জন ,পোলিং অফিসার ১৯০ জন।
মোট কেন্দ্রের কক্ষ সংখ্যা ৯৫ টি।
এই প্রশিক্ষণ কর্মশালায় দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন বান্দবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এই সময়ে উপস্থিত ছিলেন,বান্দবান জেলা নির্বাচন অফিসার এস,এম,শাহাদাত হোসেন,সহকারী পুলিশ সুপার মো: নুরুল আনোয়ার,সহকারী কমিশনার (ভুমি) উজ্জ্বল রায়,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর মন্নান নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমুখ। সম্পাদনা: বাবুল খাঁন