প্রতি বছর এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ আনন্দে চারদিকে সাজ সাজ রব থাকে। এবারে করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আমফানের যৌথ প্রকোপে চিত্রটা অবশ্যই ভিন্নতর,সংকট,আতংক গৃহবন্দী এক অন্যরকম আনন্দহীন পরিবেশে পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর অথবা ঈদুল ফিতর উৎসব।
করোনাভাইরাস কারণে আজ মানুষের ঘরে নেই ঈদের আনন্দ। স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে এ বছর বাংলাদেশে সহ সমগ্র বিশ্বে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।এই মহামারী ভাইরাসের কারণে পৃথিবী আজ স্তব্ধ,লাখো মানুষ যোগ দিয়েছে মৃত্যুর মিছিলে।
তাই সামাজিক দুরত্ব বজায় রেখে,ঘরে থেকে পরিবার নিয়ে ঈদ আনন্দ উপভোগ করুন এবং মহান আল্লাহতালার কাছে রোগশোক থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন।সবাইকে ঈদের শুভেচ্ছা,ঈদ মোবারক।
মাহাবুব হাসান খাঁন বাবুল
প্রকাশক :পাহাড় কন্ঠ