সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
রুমায় দোকানে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিক টাকা বান্দরবানের পার্শ্ববর্তী জেলা কক্সবাজারের রামুতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু বান্দরবান ত্রিবেণী লেডিস ক্লাব কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ঘুমধুমে সীমান্ত সড়ক ও স্থল বন্দর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা বান্দরবানে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, বেশকয়েকজন আহত। অবশেষে নীলাচল পর্যটন কেন্দ্রে যাওয়ার পথের টোল পয়েন্ট বন্ধের নির্দেশ ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ভাঙচুর: পররাষ্ট্র উপদেষ্টা বান্দরবানে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান মালিককে ৩ লাখ টাকা জরিমানা নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে ও টেকনাফে বিজিবির পৃথক অভিযান দেড় লাখ ইয়াবা জব্দ বান্দরবানে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৫১ জন নিউজটি পড়েছেন

নিজস্ব  প্রতিবেদক:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজ, সালাম গ্রহন, বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ও পুরস্কৃত করে সংবর্ধনার দেওয়া হয়েছে।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার শেষে দলীয় অফিসে আলোচনা সভা করা হয়। এছাড়া শহীদ মিনারে প্রশাসনের পাশাপাশি পুলিশ,আনসার, বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল,ব্যবসায়ী সংগঠন স্বতঃস্ফূর্তভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

পুষ্পস্তবক অপর্ণ শেষে শহীদ বেদিতে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা ও মোনাজাতের মাধ্যমে সকল বীর শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ালীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ।

আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি ও সভাপতি। পরে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ শেষে সভাপতি ও প্রধান অতিথি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় অতিথিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদ পরিবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু’র অসমাপ্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় চলমান ডিজিটাল বিশ্ব গড়তে এবং আগামী ২০৪১ ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় ঘোষণা মঞ্চে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো; আব্দুল মন্নান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা প্রবীর দেব,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্র উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শাহ আজিজ,উপজেলা মৎস কর্মকর্তা মাকসুদ আহমদ,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমনসহ সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!