নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬’ই ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবসে লামা উপজেলার জীবিত মুক্তিযোদ্ধাদের ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লামা উপজেলার চেয়ারম্যান এর প্রতিনিধি লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বান্দরবান জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভূমি এস এম রাহাতুল ইসলাম,লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ, লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও লামা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা মইনুদ্দীন মোর্শেদসহ প্রমুখ ।
এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে ১৯৭১ সালের ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান। তিনি বলেন আমরা সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম বলেই আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি।আজ এই মুক্তিযোদ্ধাদের অনেকেই খুবই গরীব।আপনারা সকলের কাছে অনুরোধ জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় আপনাদের কাছে আসলে সহযোগিতা করবেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন আপনাদের মধ্যে যে দেশপ্রেম ও সাহস তখন পরিলক্ষিত হয়েছিলো তা কল্পনাতীত। আপনাদেরকে আমরা সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের কাছে আমরা শিখতে চাই আর যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
অনুষ্ঠানে লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ,লামা সহকারী কমিশনার ভূমি এস.এম.রাহাতুল ইসলাম, লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন বক্তব্য রাখেন।
সর্বশেষ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল ও সম্মানি প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।