শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে গৃহবধুকে গলাকেটে হত্যা সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরলো কেএনএফ এর অত্যাচারে পালিয়ে যাওয়ার বম পরিবার পার্বত্য জেলা বান্দরবানে ছয় দিনে তিন ধর্ষণ নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে  ১৯ লক্ষ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার প্রধানসহ ১০ জন গ্রেপ্তার সীমান্তে থেমে নেই বিজিবির কঠোর অভিযান,গরুসহ ১১ লক্ষ টাকার পণ্য জব্দে চোরাচালানিরা আতংকে শৈশব থেকে সংগ্রামে বড় হওয়া উথোয়াইয়ই মারমার উদ্যোগে দুর্গম পাহাড়ে স্কুল প্রতিষ্ঠা দুর্গম পাহাড়ের বম জনগোষ্ঠী পেলো সেনাবাহিনীর মানবিক সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে নারীদের আত্মরক্ষায় YDSB এর বিশেষ ওয়ার্কশপের আয়োজন। নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান ১১ টি বার্মিজ গরুসহ ১৯ লক্ষ টাকার বিভিন্ন পণ্য জব্দ
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

রামুর গর্জনিয়া পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ব্যবসায়ীদেরকে দোকান না খোলার শপথ

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৬১১ জন নিউজটি পড়েছেন

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে পুলিশ সরকারের ঘোষিত লকডাউন ও কক্সবাজার জেলার ডিসি মহোদয়ের নির্দেশ পালনে বার বার সর্তক করার পরও প্রশাসনের নির্দেশ অমান্য করে গর্জনিয়া বাজারে শপিং মল খোলা রাখায় বৃহস্প্রতিবার (২১ মে) ৭ দোকানদারকে ধৃত করে ফাঁড়িতে নিয়ে আসেন।

এর পর ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেন গর্জনিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোঃ আনিছুর রহমান। প্রাণঘাতী মহামারী করোনা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সামনে তিনি ধৃত ব্যবসায়ীদের সরকারী আইন মেনে চলার জন্য পুলিশ ফাঁড়িতে তিনি এক শপথ বাক্য পাঠ করান। এ শপথ বাক্যে বলা হয় করোনা প্রতিরোধে সরকার দেশে যতদিন লকডাউনের এ আদেশ জারি রাখে তত দিন তারা দোকান খুলবে না এ শর্ত অনুযায়ী তাদের কে ভাই ও পিতার তুল্য সম্মান করে স্থানীয় সাবেক মেম্বার আনছারীর মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সচেতন মানুষ পুলিশের এ কর্মকর্তাকে মানবিক পুলিশ অফিসার আখ্যা দিয়ে সাধুবাদ জানান অনেকে। এছাড়াও তিনি গর্জনিয়া বাজারে জনসমাগম বৃদ্ধির খবর শুনে জনসচেতনতা মুলক অভিযান অব্যাহত রাখেন।

জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এভাবে করোনা প্রতিরোধে কাজ করায় গর্জনিয়া-কচ্ছপিয়ার সচেতন মানুষের প্রশংসায় ভাসছেন।

এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন এভাবে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি তবুও এলাকার মানুষ সচেতন হচ্ছেনা। এমনকি মানুষ নিজে বাচঁতে ও অন্যকে বাচাঁতে মুখে মাক্সটা পর্যন্ত পড়ে না।তিনি সাধ্যমত চেষ্টা করেও কোল কিনারা পাচ্ছেনা।কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নাছির উদ্দীন সিকদার সোহেল ও বাজারের সচেতন ব্যবসায়ীরা বলেন.পুলিশ ঝুঁকি নিয়ে আমাদের রক্ষায় যে কষ্ট করে যাচ্ছে তা ভুলার মত নয়। সচেতন জনগণ দেরিতে হলেও এ অভিযানকে অভিনন্দন জানাতে শুরু করেছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!