Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

কক্সবাজার পেকুয়া দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Link Copied!

কক্সবাজার পেকুয়া উপজেলার,রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকায়,পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ইমে) সকাল ১১টার দিকে রাজাখালীর মাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুু:রা হলেন,রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকার প্রবাসী আজম খানের শিশু পুত্র মুনতাহি (৬) ও পেকুয়া বাজারের ব্যবসায়ী কমিরদাদ মিয়ার শিশুু কন্যা কুলসুমা আকতার (৭)। নিহতেরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই বোন।

পেকুয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান বলেন,দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

পরিবারের সদস্যদের ধারণা,বাড়িতে সবাই ঘুমিয়েছিল এসময় মুনতাহা বাইরে খেলতে গিয়ে হয়তো পুকুরের পানিতে পড়ে যায়।এ সময় পুকুরের পানিতে মুনতাহাকে ভাসতে দেখে কুলসুমাও তাকে বাচাঁতে পানিতে নেমে পড়ে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।তবে ওই সময় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাদশা মিয়া বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। একজনকে তুলতে গিয়ে আরেকজন পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো মনে হয়। পরিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।