‘ফুড ফর হাঙ্গরী অ্যানিমেলস’ এই স্লোগান নিয়ে ৫ এপ্রিল হতে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে অভুক্ত কুকুর-বিড়ালদের খাবার খাবার খাওয়াচ্ছে ইয়াংস্টার কমিউনিটি নামে একটি যুব সংগঠন।
রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি জেলার উদ্যোগী তরুণরা অভুক্ত প্রাণীদের খাবার বিতরণ করেছেন ।এ কাজে সহযোদ্ধা হিসেবে কাজ করছেন তেঁতুলিয়া ইয়াংস্টার কমিউিনিটির অন্যতম উদ্যোক্তা আহসান হাবীব ও জুলহাস উদ্দীন। এ ছাড়াও এ সংগঠনটি অভুক্ত প্রাণীদের পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের খাবার ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে অগোচরে পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।
সংগঠনের সদস্যরা জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস জুড়ে চলছে লকডাউন। বন্ধ হোটেল-রেস্তোরা ও দোকানপাট। এতে করে সংকটে মানুষের পাশাপাশি খাদ্য সংকটে পড়েছে কুকুর-বিড়ালের মতো প্রাণীকুল। প্রতিদিন তারা ৫০-৬০টি অভুক্ত কুকুর-বিড়ালকে খাবার দিয়ে আসছেন তারা। এ যাত্রার শুভ উদ্বোধন ও প্রণোদনা দিয়ে সহযোগিতা করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
ইয়াংস্টার কমিউিনিটির অন্যতম উদ্যোক্তা আহসান হাবীব ও জুলহাস উদ্দীন জানান, একটি ক্ষুধার্ত বিড়ালকে কান্না করতে দেখে তাকে সেদিন খাওয়ানোর পর মনে হয়েছে, খাদ্য সংকটে পড়া অবলা এ প্রাণিগুলোকে খাদ্য পৌছানো প্রয়োজন। সে চিন্তা থেকে কাজ শুরু।
এ মানবিক কাজে যারা উৎসাহিত করছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এ উদ্যোক্তা। তিনি আরও জানান, আমাদের হাতে এই মুহুর্তে কোন ফান্ড নেই। তবুও নিজেদের প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি এ কার্যক্রম। পাশাপাশি কোন প্রাণিও যাতে অভুক্ত না থাকে সেদিক চিন্তা করে ইয়াংস্টার কমিউনিটিকে উৎসাহিত করছি।
সংগঠনটির এই উদ্যোগকে উৎসাহিত ও সাধুবাদ জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুল হক।