Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসকে জরিমানাও তিন ক্লিনিক সিলগালা

পাহাড় কন্ঠ ডেস্ক
আপডেট : January 7, 2020
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীর থেকে চার ভুয়া চিকিৎসককে আটক করে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার(৭ জানুয়ারী) উপজেলার সরকারহাট বাজার এলাকায় ডি.সি রোডস্থ মহাজন মার্কেট দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ মিলন ও রাজিয়া সুলতানা পিংকি নামের দুই ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা এবং ভুয়া চিকিৎসক মমতাজ কামালকে ১০হাজার ও মীরা মল্লিককে ৫হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

তারা এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। একই সময় তিনটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমতিয়াজসহ হাটহাজারী মডেল থানা পুলিশ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সরকারহাট বাজারে চেম্বার বসিয়ে স্বামীস্ত্রীসহ কয়েকজন ভুয়া চিকিৎসক মিথ্যা পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এ সময় চিকিৎসক নামধারী তিন জনই প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদেরকে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, নিজেকে এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে, মানুষকে বছরের পর বছর এভাবেই চিকিৎসা দিয়ে আসছিলেন, তারা ডাক্তারি পাশই করেননি। এমন ভূয়া চিকিৎসকদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।