Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক আটক

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : September 25, 2025
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় এ অভিযান চালানো হয়। মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। তবে এসময় ১ জন রোহিঙ্গা মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গার নাম মো. আলম (৩০)। তার পিতা নুরুল হক এবং তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১ এর বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধারকৃত ব্যাগে মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ প্রতিবেদককে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, আটক রোহিঙ্গাকে ইয়াবাসহ প্রচলিত আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তাদের ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরো পড়ুন→থানচিতে চলছে দুর্গাপূজার প্রস্তুতি