নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের প্রার্থী এডভোকেট আবুল কালামের সমর্থনে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শনিবার (৬ সেপ্টেম্বর) পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী, বেতবুনিয়া, তুমব্রু, বরইতলী সহ অন্যান্য স্থানে অনুষ্ঠিত এসব পথসভায় তিনি স্থানীয় জনগণকে জানান, তিনি তাদের সেবক হিসেবে এলাকায় সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। তিনি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতের লক্ষ্য সামনে রেখে জনগণকে “দাঁড়িপাল্লা” প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ ওমর ফারুক, সহ-সেক্রেটারী হামিদুল হক, সোনাইছড়ি ইউনিয়নের সাবেক মেম্বার আবদুর রহিম, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার, দৈনিক সংগ্রাম উপজেলা প্রতিনিধি ও উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাহমুদুল হক বাহাদুর, ঘুমধুম ইউনিয়ন জামায়াতের সভাপতি সালাহ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পথসভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন→নবান্ন উৎসব উপলক্ষে বম সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর আনন্দ উদযাপন ও সহায়তা প্রদান