Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

সিরাজগঞ্জ কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাড়ালেন মেজর আইনুল এর বাবা

Mahabub Hassan Khan
আপডেট : April 26, 2020
Link Copied!

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাড়ালেন মেজর আইনুল এর বাবা মোঃ আইয়ুব আলী।

২৬ এপ্রিল ( রবিবার) সকাল থেকে তাড়াশ পৌরসভার শোলাপাড়া স্কুল মাঠে কর্মহীন দরিদ্র প্রায় শতাধিক পরিবারকে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি চাল, ০১ কেজি ডাল এবং ০৩ কেজি আলুসহ অনান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফটিক চন্দ্র সরকার, পৌর কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম সহ আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মেজর আইনুলের বাবার এমন সহযোগীতার জন্য এলাকার সর্বসাধারণ কৃতঙ্গতা প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে মোঃ আইয়ুব আলী বলেন, আমার ছেলে বর্তমানে USCHO পর্যায়ে করোনা মেডিকেল টিমের প্রতিনিধি হিসেবে কুয়েত  অবস্থান করছে। সে বাংলাদেশে থাকলে এই দুর্যোগ মুহুর্তে অবশ্যই দরিদ্র মানুষদের সহযোগীতা করতো,আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই সরকারের নিয়ম কানুন মেনে ঘরে সচেতন এবং নিরাপদ থাকুন।