1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বোয়ালখালীতে গণটিকায় স্বস্তি,পেলেন ৪ হাজার ২ শত - paharkantho
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে পর্যটন সড়ক বেহাল, জনশূন্য পাহাড়ে সড়ক উন্নয়ন বান্দরবানে সাংবাদিকদের সথে এনসিপির নবগঠিত কমিটির মতবিনিময় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা বাস্তবায়নের দাবি নিয়ে বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালন রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বোয়ালখালীতে গণটিকায় স্বস্তি,পেলেন ৪ হাজার ২ শত

ইসমাইলু করিমঃ
  • প্রকাশিতঃ শনিবার, ৭ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের বোয়ালখালীতে কোভিড-১৯ এর গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম কধুরখীল স্কুল মাঠে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম -৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজি আবুল কালাম আবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জিল্লুর রহমান, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামসহ অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোছলেম উদ্দিন বলেন, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ করোনার টিকা কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। যা আমাদের জন্য গৌরবের বিষয়।

উদ্বোধনের পর থেকে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টিকা নিতে দেখা গেছে ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ উপজেলার ৭ টি ইউনিয়নে ২১ টি বুথে ৬০০ জন করে মোট ৪২০০ জনকে টিকা প্রদান করা হয়েছে। প্রতি ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের জনসাধারণ এ টিকা পেয়েছেন। অন্য ওয়ার্ডগুলো পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে টিকা পাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

টিকা নেওয়ার পর নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি বলেন, টিকা নিতে পেরে আমি আনন্দিত। এত তাড়াতাড়ি টিকা পেয়ে খুশি আমরা। টিকা নেওয়ার পর আমার কোনও সমস্যা হয়নি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদের এত দ্রুত সময়ের মধ্যে টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য।

টিকা নিতে আসা শরীফা খাতুন নামের এক মহিলা বলেন, টিকা নেওয়ার আগে একটি ভীতি কাজ করেছিল। কিন্তু টিকা নেওয়ার সময় তা একেবারেই টের পাইনি। কোন সমস্যাও হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জিল্লুর রহমান বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা নিচ্ছে। আজকে সকাল থেকে আমাদের গণটিকাদান কার্যক্রম চলমান আছে। টিকা নেওয়ার ব্যাপারে মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়েছে। পর্যায়ক্রমে সকল নাগরিককে টিকার আওতায় আসবে।

এছাড়াও যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকানায় নিবন্ধন করেছেন তাদের মোবাইলে মেসেজ দেখে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত করোনা টিকা দেওয়া হবে।

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a