Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

তরুণ সংগীতশিল্পী জনি দে’র পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : October 22, 2020
Link Copied!

কক্সবাজার:সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত তরুণ সংগীতশিল্পী জনি দে’র পরিবারের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের আবেদনের প্রেক্ষিতে এ অনুদান বরাদ্দ দেয়া হয়েছে ।

সাংসদ কানিজ ফতেমা আহমেদ জানান, নিহত প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী জনি দে এর পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কথা বিবেচনা করে অনুদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করেছিলেন। ইতিমধ্যে তিনি বরাদ্দকৃত ৫ লাখ টাকার অনুদানের চেকও গ্রহণ করেছেন।

গত ৮ অক্টোবর দুর্বৃত্তদের ধারালো কিরিচের কোপ আর গুলিতে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের তরুণ শিল্পী জনি দে (১৮)। জনি স্থানীয় ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই গান গেয়ে আসছেন, কক্সবাজারে স্থানীয় শিল্পী হিসেবে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

এ বিষয়ে নারী সাংসদ সদস্য কানিজ ফতেমা আহমেদ জানান, নিহত তরুন শিপ্লী জনি দের পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কথা বিবেচনা করে অনুদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করেছিলেন। ইতি মধ্যে তিনি ৫ লাখ টাকা অনুদানের চেকটি গ্রহণ করেছেন।