রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলার গহীন অরণ্যে অভিযানে যায় সেনাবাহিনীর একটি দল। অভিযান চলাকালীন আতর্কিত সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় কেএনএ সন্ত্রাসী’রা এ সময় সেনাবাহিনী পাল্টা গুলি চালালে তিন সন্ত্রাসী নিহত হয়।
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ) এর তিন সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। অভিযানে কেএনএফের গোপন আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী এবং বন্দুক যুদ্ধের পর আস্তানা থেকে কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের দাবি জানিয়েছে আইএসপিআর।
আজ (রবিবার, ২৪ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়দের সূত্র মতে, বান্দরবানের রুমা উপজেলায় পাইন্দু ইউনিয়নের মূননুয়াম পাড়া এলাকা থেকে পূর্ব দিকে চার কিলোমিটার দূরে দুর্গম কুত্তাঝিরি নিকটবর্তী জঙ্গলে গতকাল রাত থেকে সেনাবাহিনীরা অভিযান পরিচালনা করে।
গতকাল ভোর রাত থেকে আজ সকাল পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়। সর্বশেষ তথ্যমতে সন্ত্রাসীদের মরদেহ থানায় নিয়ে আসার কার্যক্রম চলছে বলে জানা যায়।
বান্দরবান ৬৯ ব্রিগেড কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে রুমা জোনের সেনা সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
আরো পড়ুন >>>নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় চালকদের জরিমানা