পাহাড় কন্ঠঃ এলজিইডি,বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক ৩৪ কোটি ১৫ লক্ষ ১২ হাজার ৬১১ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
১৯ শে ফেব্রুয়ারী শনিবার কালাঘাটায় এলজিইডি’র তত্বাবধানে বান্দরবান পৌরসভা ও রোয়াংছড়ি উপজেলার এলজিইডি’র তত্বাবধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উদ্বোধন শেষে এলাকাবাসীর আয়োজনে এক মতবিনিময় সভা যোগ দেন।
জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক(৩নং ওয়ার্ডের কাউন্সিলর) অজিত কান্তি দাশের সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যহা পানজি ত্রিপুরা,জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মোহাম্মদ ইসলাম বেবী,এলজিইডি নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান,পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত,রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মার্মা,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মোস্তফা,জেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তংচংগা,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ সাধারণ সম্পাদক সামশুল ইসলাম,আওয়ামিলীগ নেতা ফিলিপ ত্রিপুরা কামাল পাশা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলা ও পুরুষ কাউন্সিলর ও এলাকার জনসাধারণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বান্দরবানের সকল নাগরিকদের উচিত হবে করোনা মুক্ত জেলা গড়তে সময় মত করোনার টিকা গুলো নিয়ে নিবেন। তিনি আরো বলেন,এলাকার রাস্তা এবং ব্রিজের উন্নয়ন কাজ বাস্তবায়নের ফলে এলাকায় জায়গার দাম বৃদ্ধি পেয়েছে,জনসাধারণের জীবনমান উন্নত হয়েছে। তিনি আরো বলেন শেখ হাসিনা মানে উন্নয়ন,পার্বত্য জেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। পার্বত্য জনপদের সকল জনসাধারণের জন্য আমি কাজ করে যাবো।প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা জনপ্রতিনিধিদের জনসম্পৃক্ত থেকে এলাকার জনসাধারণের জীবনযাত্রার উন্নয়নে কাজ করে যেতে হবে।