বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলায় কুহালং, সুয়ালক ও টংকাবতী তিনটি ইউনিয়নে পরিষদসমূহের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যাগণদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে বান্দরবান জেলা প্রশাসক সভাকক্ষে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি উপস্থিত থেকে সদর উপজেলায় তিনটি ইউনিয়নে মোট তিনজন নবনির্বাচিত চেয়ারম্যানগণদের শপথ বাক্য পাঠ করানো হয়।
শপথ গ্রহণকারী নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, ১নং কুহালং ইউনিয়নে মংপু মারমা , ৪নং সুয়ালক ইউনিয়নে উক্যনু মারমা ও ৫নং টংকাবতী ইউনিয়নে মানয়াং ম্রো।
বক্তব্যে ইয়াছমি পারভীন তিবরীজি বলেন, নিজের এলাকায় ভালো মন্দ খোজ নেওয়ার দ্বায়িত্ব হল জনপ্রতিনিধিদের কর্তব্য। জনগনের ভালোবাসায় আজ সিক্ত হয়েছেন। আগামীতেও জনগনে পাশে থেকে এই ভালোবাসা মান রক্ষা করবেন সেই প্রত্যশা করছি। পাশাপাশি শপথ গ্রহন শেষে নিজেদের কর্তব্য ও দ্বায়িত্বগুলো আইননুগত ভাবে কার্যক্রমগুলো পরিচালনায় মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার আহব্বান জানান।
এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন, বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফা, কুহালং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সানুপ্রু মারমা,প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ নবনির্বাচিত প্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যকর্মী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সদর উপজেলা মিলনায়তনে হল রুমে নবনির্বাচিত সদস্যদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্যপাঠ করান বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফা।
এসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু মারমাসহ উপস্থিত থেকে কুহালং, সুয়ালক ও টংকাবতীসহ মোট ৩টি ইউনিয়নে সদস্যপদে ২৬ জন ও সংরক্ষিত আসনে ৯ জনসহ মোট ৩৫জন সদস্যদের শপথ বাক্যপাঠ করানো হয়।