নিজস্ব সংবাদদাতাঃবান্দরবানে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ১ম বর্ষপূর্তি পালন করা হয়েছে।
এ উপলক্ষে ১৬ই ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা পোস্ট এর বান্দরবান জেলা প্রতিনিধি রিজবি রাহাত এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান,প্রেসক্লাব সেক্রেটারি মিনারুল হক এবং সিনিয়র সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী।
অনিষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবানে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান প্রেসক্লাবের সেক্রেটারি মিনারুল হক বলেন নতুন অনলাইন গন মাধ্যম ঢাকা পোস্ট যাত্রার ১ম বছরে অনেক ভালো এগিয়েছে।পার্বত্য বান্দরবানের সমসাময়িক বিষয় ও জনগুরুত্বপূর্ণ বিষয় পাঠকের কাছে তুলে ধরবে ঢাকা পোস্ট এই প্রত্যাসা করি।
সিনিয়র সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী বলেন সাংবাদিকদের মধ্যে অনেক ক্ষেত্রেই মতের অমিল থাকতে পারে তবে পার্বত্য বান্দরবানের উন্নয়নে,সামজিক অধিকার প্রতিষ্ঠায় এবং জনসাধারণের অধিকারের প্রশ্নে সকল সাংবাদিক আমরা এক কাতারে।তিনি ঢাকা পোস্ট এর সকলকে ১ম বর্ষপূর্তি পালনে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী বলেন সাংবাদিক গন সমাজের তৃতীয় চোখ,বর্তমানে আমরা সমাজে ঘটে যাওয়া অনেক কিছুই দেখছি বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার প্রকাশিত সংবাদপত্রের মাধ্যমে।তিনি সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান বান্দরবানের উন্নয়নের খবর দেশের মানুষের কাছে পৌছে দেয়ার জন্য পাশাপাশি জেলার সমসাময়িক অনেক অসুবিধা সংবাদ প্রকাশের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহনের ব্যাবস্থা গ্রহনের কথাও তিনি অনুষ্ঠানে ব্যাক্ত করেন।
পরে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী ঢাকা পোস্ট এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা পোস্ট এর পক্ষ হতে জেলার বিভিন্ন সেক্টরে অনবদ্য অবদানের জন্য প্রবিন সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক এবং সামাজিক সংগঠন ইউনাইটেড অফ ডেভেলপমেন্ট কে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।আলোচনা অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ঢাকা পোস্টের ১ম বর্ষে পদার্পণের কেক কাটেন।