নিজস্ব প্রতিনিধিঃজানুয়ারির ২৫ তারিখে হাইকোর্ট বিভাগের একটি রিটের আদেশ মূলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১টি ও সোনাইছড়ি ইউনিয়নের ১টি অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।এসময় এই ২ ইটভাটাকে মোট ১ লাখ টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি বিকালে সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহকারি ভুমি কমিশনার জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসারসহ সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্হিত ছিলেন।
এ সময় ঘুমধুম ইউনিয়নের ফরিদুল আলমের মালিকানাধীন বিবি এম. কে ৫০ হাজার টাকা,সোনাইছড়ি ইউনিয়নের নুরু মেম্বার মালিকানাধীন বিএইচবি ৫০ হাজার টাকা,এই ২টি ব্রিকফিল্ডকে মোট ১ লাখ টাকা জরিমানা করেন।
এছাড়াও এই ইটভাটাগুলোর কাঁচা ইটগুলো আংশিক নষ্ট করা হয় এবং ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস সাংবাদিকদের জানায়, উল্লেখিত ইটভাটাগুলো হাইকোর্টের রিটের আদেশে এই অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।