মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
প্রধান সংবাদ :
বান্দরবান কেএনএফের আরও ৪ সদস্য কারাগারে নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালন বান্দরবান যৌথবাহিনীর অভিযানে এক নারীসহ কেএনএফ এর আরো ৩জন গ্রেফতার আরো ১জন কেএনএফ সহযোগীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বান্দরবান গ্রেপ্তারকৃত কেএনএফের ৫২ জন কে কারাগারে পাঠালো আদালত বান্দরবান যৌথ বাহিনীর অভিযানে দুদিনে  কেএনএফ সদস্য সন্দেহে ১৮ নারীসহ ৫৪ জন আটক বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে কম্বিং অপারেশন শুরু করেছে-সেনাবাহিনী প্রধান এলাকা ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি, অতিরিক্ত ডিআইজি চট্টগ্রাম রেঞ্চ বান্দরবানে থানচি উপজেলায় প্রচন্ড গোলাগুলি  বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার দুদিন পর উদ্ধার

লামায় ৭টি ইউনিয়ন কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ কার্যক্রম অনুষ্ঠিত

ইসমাইলু করিমঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ জন নিউজটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : জনসাধারণকে বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার পরিবার বাঁচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার এই শ্লোগানে বান্দরবানের লামায় বিভিন্ন ইউনিয়নে মোট ৭ টি কেন্দ্রে করোনা দ্বিতীয় ডোজ গণটিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। লামায় (৭ আগষ্ট) প্রথম দিনে প্রায় ৩হাজার ৮শত মানুষকে টিকা দেওয়া হয়েছে, আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর )দ্বিতীয় ডোজ ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম বেলা ৪টা পর্যন্ত চলমান।

লামায় উপজেলার ৭টি ইউনিয়ন মধ্যে রয়েছে, গজালিয়া ইউনিয়ন,সদর ,রুপসী পাড়া, ফাসিঁয়াখালী,আজিজ নগর,ফাইতং, সরই এর মধ্যে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান, মোস্তফা জামাল,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন মাজেদ চৌধুরী, আওয়ামিলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর মধ্যে আজিজ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি ও ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি,সদর চেয়ারম্যান, মিন্টু কুমার সেন, রুপসী পাড়া চেয়ারম্যান, ছাচিং প্রু মার্মা, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর,ইউপি সদস্য শহিদুল্লাহ মিন্টু সহ প্রমুখ, কেন্দ্র টিকা নিতে সকাল থেকে কেন্দ্রে ভিড় করেছেন দ্বিতীয় ডোজ নেওয়ার সাধারণ মানুষ।

অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।প্রতিটি ইউনিয়নে একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে। এছাড়া পৌরসভা এলাকার বসবাসরতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

ফাইতং ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি বলেন,সরকারী ভাবে জনসাধারণের জন্য করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদানের জন্য আমার ইউনিয়নে সুশৃঙ্খল ও সারিবদ্ধ ভাবে প্রথমে হাত ধোয়ার ব্যবস্থা করেছি।রোদের জন্য ছায়ার ব্যবস্থা করে চেয়ারে বসিয়ে বয়স্ক মানুষদের টিকা গ্রহনের ও নারী-পুরুষ এর জন্য আলাদা লাইন ও টিকা গ্রহনের জায়গা করেছি।টিকা গ্রহন করে আমাদের জনসাধারণ যেন ১৫-২০ মিনিট রেস্ট নিতে পারে তারও ব্যবস্তা করা আছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন,আজকে উপজেলার ৭ টি ইউনিয়নে জনগোষ্ঠী কে করোনা দ্বিতীয় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই টিকা গ্রহনে কোন নেগেটিভ কিছু পাওয়া যায়নি।বৃদ্ধ, বয়স্ক ও প্রতিবন্ধীদের টিকা গ্রহনে জন্য দেখা গেছে। প্রতিটি টিকাদান কেন্দ্র গুলিতে।পর্যায়ক্রমে সরকারী ভাবেই উপজেলার সকল জনগোষ্ঠী কে এই করোনা ভ্যাকসিন দোওয়া হবে লামা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, সরকারী নির্দেশনায় আমি আগেই ২ডোজ টিকা গ্রহন করেছি।আজকে উপজেলার ৭ টি ইউনিয়নেই ১,২ ও ৩ নাম্বার ওয়ার্ডে মোট ৩হাজার ৮শত জন মানুষকে সরকারী সম্পুর্ণ বীনা মূল্যে করোনার দ্বিতীয় টিকা দেওয়া হচ্ছে।আমি উপজেলার কয়কটি ইউপিতে সরাসরী উপস্থিত হয়ে টিকা কার্যক্রম পরিদর্শনে গিয়েছি। বাংলাদেশ সরকারের নির্দেশনামত ইউনিয়ন চেয়ারম্যান গন সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে জনসাধারণের টিকা গ্রহনের ব্যবস্তা করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!