শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
প্রধান সংবাদ :
স্বাধীনতা দিবস উপলক্ষে বান্দরবানে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে থানচি ৩৮ বিজিবি’র ইফতার বিতরণ স্বাধীনতা দিবসে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ইফতার বিতরণ থানচিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। থানচিতে গণহত্যা দিবস পালিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন থানচিতে জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন থানচিতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন। নাইক্ষ্যংছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লামায় বেদে সেজে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ২

ইসমাইলু করিমঃ
  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪১৮ জন নিউজটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানের লামায় সরই থেকে প্রায় কোটি টাকার ইয়াবা’সহ ছদ্মবেশী দুই বেদেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। শুক্রবার (১১ জুন২১ইং) বিকাল সোয়া ৩’টার দিকে সরই বাজারে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে এই বিষয়ে (শনিবার ১২ জুন) লামা থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এই খবর নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- ঢাকার সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে মো. মাসুক মিয়া (৫৮) এবং কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম মোকামের মো. আব্দুল আউয়ালের ছেলে মো. আবুল হোসেন (৩৫)।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকাল তিনটা থেকে লামার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া বাজারের চৌমুহনীতে তল্লাশি চৌকি বসায় র‌্যাবের একটি দল। সে সময় ছদ্মবেশী বেদে মাসুক মিয়া ও আবুল হোসেন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তারা নিজেদের সঙ্গে থাকা কালো রংয়ের প্লাষ্টিকের একটি বালতির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬ হাজার ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বেদে সেজে সাপের খেলা দেখানোর আড়ালে কক্সবাজারের টেকনাফ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে আসছে তারা। র‌্যাব-৭ এর পক্ষে এসআই (নিরস্ত্র) মো. জায়েদ ‍ভুইয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে লামা থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

এদিকে গ্রেপ্তার মাসুক মিয়ার বিরুদ্ধে ঢাকা সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!