বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
প্রধান সংবাদ :
নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক দুর্গম ধুপানিছড়া যৌথ বাহিনী অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৯জন আটক বান্দরবান কেএনএফের আরও ৪ সদস্য কারাগারে নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালন বান্দরবান যৌথবাহিনীর অভিযানে এক নারীসহ কেএনএফ এর আরো ৩জন গ্রেফতার আরো ১জন কেএনএফ সহযোগীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বান্দরবান গ্রেপ্তারকৃত কেএনএফের ৫২ জন কে কারাগারে পাঠালো আদালত বান্দরবান যৌথ বাহিনীর অভিযানে দুদিনে  কেএনএফ সদস্য সন্দেহে ১৮ নারীসহ ৫৪ জন আটক বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে কম্বিং অপারেশন শুরু করেছে-সেনাবাহিনী প্রধান এলাকা ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি, অতিরিক্ত ডিআইজি চট্টগ্রাম রেঞ্চ

কচ্ছপিয়ার আলোচিত ইয়াবা ডন আবদুর রহমান বিজিবির হাতে গ্রেপ্তার: বিপুল ইয়াবা উদ্ধার

জাহাঙ্গীর আলম কাজলঃ
  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৭২ জন নিউজটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের আলোচিত ইয়াবা ডন আবদুর রহমানকে অবশেষে গ্রেপ্তার করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়- বুধবার (৯জুন) বিকেলে আবদুর রহমানকে গর্জনিয়া ইউনিয়নের রাজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশী করে তার প্যান্টের ডান পকেট থেকে একটি পলিপাইজার প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাধের পর তার ফাক্রিকাটাস্থ নিজ বাড়ী তল্লাশী করে রান্নাঘরে সাদা প্লাষ্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় একটি সাদা পলিপাইজার প্যাকেটে আরও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার সাতশত টাকা।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সিরাজুল ইসলাম বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন ওমর মোহম্মদ খালেদীন হৃদয় এর নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে যোগ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

এদিকে আবদুর রহমান গ্রেপ্তার হলেও তার সঙ্গে থাকা ফাক্রিকাটার মো.সেলিম নামের এক ব্যাত্তি পালিয়ে যায় বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত আসামীকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য: প্রথমে আলোচিত ইয়াবা ডন আবদুর রহমান একজন সাধারণ সিএনজি চালক, পরে ছোটখাট ব্যবসায়ী। এরপর তাঁর উচ্চাভিলাষী চলাফেরা। রামু-নাইক্ষ্যংছড়ির জনপদে ছড়িয়ে পড়ে একটি কথা। বিশাল ইয়াবার চালান পার করে কোটিপতি হয়ে যান আব্দুর রহমান। এরপরই কোটি টাকায় ইজারা নেন গর্জনিয়া বাজার। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গেল এক বছর তার ওপর চালানো হয় কঠিন গোয়েন্দাগিরি। অবশেষে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি পরিচালনা করেছে সফল অভিযান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!