নিজস্ব প্রতিবেদক >>
দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা ও নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠুসহ এক দফা দাবীতে বান্দরবানের মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (৯অক্টোবর) বিকালে জেলা বিএনপি কার্যালয় থেকে বের করা হয় মিছিল। শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে গিয়ে শেষ হয়। পরে শহরে চৌধুরী মার্কেট ও বাজারে ২নং গলিতে পৃথকভাবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপি সভাপতি ম্যাম্যাচিং,সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক ওসমান গনি, সহ- সভাপতি উম্মে কুলসুম লীনা, সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অবৈধ সরকার ক্ষমতাকে পুর্জি করে বিনা দোষে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। যার ফলে কারাগারে বিনা চিকিৎসায় দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। তাই বিদেশে উন্নত চিকিৎসার পাশাপাশি এই অবৈধ সরকারের পদত্যাগ ও অচিরে সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান বক্তারা।